Sat - Fri : 08.00 AM - 05.00 PM
Icon

Chattogram Zoo

An Organization of Disctrict Administration, Chattogram

Icon

About Us

আমাদের সম্পর্কে

জেলা প্রশাসন, চট্টগ্রামের ব্যবস্থাপনায় ও নিবিড় তত্ত্বাবধানে চট্টগ্রাম জেলার একমাত্র বন্যপ্রাণী সংরক্ষণ, গবেষণা, শিক্ষা ও বিনোদন কেন্দ্র হিসেবে চট্টগ্রাম চিড়িয়াখানাটি সুনামের সাথে পরিচালিত হচ্ছে। ১০.২ একর জমির উপর প্রতিষ্ঠিত চট্টগ্রাম চিড়িয়াখানায় বাঘ ও জেব্রা এছাড়াও রয়েছে ভল্লুক, সিংহ, হরিণ (চিত্রা, সাম্বার, মায়া), উল্লুক, বানর, মেছো বিড়াল, চিতা বিড়াল, অজগর, বাঘডাশ, উঠপাখি, ইমু, গয়াল, কুমির, ময়ূর, ঘোড়া ,বক, টিয়া সহ ৬৬ প্রজাতির ৬২০টি পশুপাখি।
চট্টগ্রাম চিড়িয়াখানায় ২০১৮ সালে বাংলাদেশে জন্ম নেয়া প্রথম সাদা বাঘটি পর্যটকদের জন্য বিশেষ একটি আকর্ষণ। হাজার হাজার মানুষ এটি দেখতে ভিড় করছে। এ চিড়িয়াখানায় গড়ে তলা হয়েছে বাংলাদেশের প্রথম প্রাকৃতিক এভিয়ারি ( পক্ষীশালা) যেখানে বিরল প্রজাতির ম্যাকাও পাখিসহ তিন শতাধিক পাখি রয়েছে। চিড়িয়াখানা প্রাঙ্গণে ও পাহাড়ি জায়গায় বৃক্ষরোপণ ( ফলজ, ফুলজ ও উদ্ভিজ) করে চিড়িয়াখানার পরিবেশগত সৌন্দর্য দর্শনার্থীদের মুগ্ধ করছে।